পথ নিরাপত্তার দাবিতে ধূপগুড়িতে বিক্ষোভ

পথ নিরাপত্তার দাবিতে ধূপগুড়িতে বিক্ষোভ

জলপাইগুড়ি জেলার অন্যতম ব্যস্ততম শহর ধূপগুড়ি। এই শহরের জাতীয় সড়ক যেন মৃত্যু ফাঁদ। প্রতিদিন ঘটে চলছে একেরপর এক ছোট বড় দূর্ঘটনা। প্রতিনিয়ত দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। বাড়ি থেকে পরিবারের সদস্যরা রাস্তায় বের হলেই দুশ্চিন্তায় থাকে পরিবারের অন্যান্য সদস্যরা,তাদের একটাই চিন্তা পরিবারের সদস্য সুস্থ অবস্থায় ঘরে ফিরবেতো! দূর্ঘটনার কারণ হিসেবে ট্রাফিক পুলিশের ভূমিকাকে দায়ী করেছেন ধূপগুড়ির সাধারণ মানুষ। মানুষের পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ও মৃত্যু মিছিল আটকাতে শুক্রবার ধূপগুড়ি মহাকুমা নাগরিক মঞ্চের ডাকে পথে নামল সাধারণ মানুষ। এদিন এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্ল্যাকার্ড হাতে এই মিছিলে অংশ নেয় বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। ধূপগুড়ি ডাকবাংলা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর শহরের ব্যস্ততম চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিক্ষোভকারীদের দাবি, মানুষের পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে , ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম্য কমাতে হবে এমনকি শহরকে যানজট মুক্ত করতে হবে। দীর্ঘক্ষন পথ অবরোধের জেরে জাতীয় সড়ক ও শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পরবর্তীতে ধূপগুড়ি থানায় গিয়ে আইসি সুজয় তুঙ্গার হাতে লিখিত দাবিপত্র তুলে দেন বিক্ষোভকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =