পন্যবাহী ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে কালিয়াগঞ্জ রেলগেটে দূর্ভোগ সাধারনের,সমস্যা সমাধানে আন্দোলনে তৃণমূল

পন্যবাহী ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে কালিয়াগঞ্জ রেলগেটে দূর্ভোগ সাধারনের,সমস্যা সমাধানে আন্দোলনে তৃণমূল

পণ্যবাহী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কালিয়াগঞ্জ শহরে দীর্ঘক্ষন রেলগেট প্রায়শই বন্ধ হয়ে থাকে। এর ফলে নিত্যদিনে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে মুমূর্ষু রোগী ও ছাত্র-ছাত্রীদের। এই সমস্যা বেশ কিছুদিন যাবৎ এতটাই চরমে উঠেছে যে নিত্যদিন ব্যাপক সমস্যায় তাদের পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এর প্রতিবাদে রবিবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হল কালিয়াগঞ্জে স্টেশন মাস্টারকে। এই স্মারকলিপি প্রদানের আগে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বিবেকানন্দ মোড় থেকে শুরু হয়ে কালিয়াগঞ্জ রেলস্টেশনে আসে। এরপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে কালিয়াগঞ্জ বাসির দীর্ঘদিনের একটি সমস্যা পণ্যবাহী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে যে সমস্যা সৃষ্টি হয় তার সুরাহা করার জন্য। স্টেশন মাস্টার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের এই অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এদিনের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা, উপ পৌরপতি ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =