পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হামিদিয়া ক্লাবের বস্ত্র দান
আগামীকাল একদিকে পবিত্র ঈদ-উল ফিতর অন্যদিকে শুভ অক্ষয় তৃতীয়া। ধর্ম যার যার উৎসব সবার। দীর্ঘদিন ধরে শান্তিপুরের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে এভাবেই বসবাস করে অভ্যস্ত। শহরের ১২ এবং ১১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে হামিদিয়া ক্লাবের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরেও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বস্ত্রদানের আয়োজন করেছেন। উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী , পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগন । ক্লাব সম্পাদক আসানুর আলি বলেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুই শতাধিক প্রান্তিক পরিবারকে উৎসবে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে আহ্বান জানানো হয়েছিল। সামান্য একটি ছোট্ট ক্লাব হিসেবে আমরা এই কাজে অগ্রসর হতে পেরে অত্যন্ত গর্বিত।
বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী বলেন, একদিকে হামিদিয়া ক্লাব অন্যদিকে মা মহিশখাগী মাতা। কর্মকর্তাদের মধ্যে ভাতৃত্বের মেলবন্ধন এটাই আমাদের গর্বের শান্তিপুর।
চেয়ারম্যান সুব্রত ঘোষ ক্লাব কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই দৃষ্টান্ত স্থাপিত হোক শান্তিপুরের সমস্ত ক্লাবে। সকলকেই নিজেদের মতো করে ভালো থাকতে হবে। ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক বলেন, এই ওয়ার্ডের বাসিন্দা হওয়ার কারণে জানি বিগত দুবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের মধ্যে দু বছর বন্ধ ছিল এই বস্ত্র দান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বস্ত্র দান করতে পেরে এবছর বাড়তি খুশির জোয়ার বইছে এলাকায় ।