পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে মাল বোঝাই ট্রাক ঢুকে পড়ল গৃহস্থের ঘরে।
শনিবার ভোরে একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দোস্তিপুর এর কাছে। স্থানীয় সূত্রে খবর কলকাতা থেকে ডায়মন্ড হারবার গামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি কাঁচা বাড়িতে গিয়ে ধাক্কা মারে। ট্রাকটি ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ে বাড়িটি। এবং বাড়ি চাপা পড়ে গুরুতর জখম হন ওই বাড়ির দুই বাসিন্দা। তাদের ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
