৯০/৪ হয়ে যাওয়া দলের হয়ে ব্যাট হাতে পাল্টা লড়াই করেন রিয়ান পরাগ। মুকেশকে ছক্কা মেরে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন।
জয়পুর:

বৃহস্পতিবার ঘরের মাঠে অবশ্য চলল না সঞ্জুর ব্যাটের শাসন। ১৪ বলে মাত্র ১৫ রান করে ফিরলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।

আইপিএলের প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বড় রান না পেলেও, ১২ বলে ২৪ রানের ইনিংসে ছিল ঝড়ের ইঙ্গিত। বৃহস্পতিবার অবশ্য ৭ বলে মাত্র ৫ রান করে ফিরলেন।
১৬ বলে মাত্র ১১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন আর অশ্বিন। তামিলনাড়ুর অফস্পিনার চালিয়ে খেলে ১৯ বলে ২৯ রান করেন। একটা সময় ৯০/৪ হয়ে যাওয়া দলের হয়ে ব্যাট হাতে পাল্টা লড়াই করেন রিয়ান পরাগ। মুকেশকে ছক্কা মেরে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৮৪ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ ওভারে রাজস্থান তুলল ১৮৫/৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 7 =