পরিত্যক্ত বোমা-গুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড, চাঞ্চল্য এলাকায়

পরিত্যক্ত বোমা-গুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড, চাঞ্চল্য এলাকায়

মালদহের কালিয়াচক ৩ নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার জয়েনপুর সংলগ্ন এলাকার একটি মাঠ থেকে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় বোমা গুলি নজরে আসে কয়েকজন গ্রামবাসীর। এরপরে তারা সংশ্লিষ্ট এলাকার কুম্ভিরা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে বিষয়টি সম্বন্ধে জানালে পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করে।
এদিকে, সিআইডির বোম্ব স্কোয়াড ও দমকল বাহিনীর কাছে খবর গেলে বোম্ব স্কোয়াড ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে এবং বোমাগুলি নিস্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বোমাগুলি তাজা বোমা নয়, কেউ বা কারা বোমাগুলি কাদার মধ্যে ফেলে দিয়ে গেছে এবং কাদায় জল থাকায় সেই বোমাগুলি কিছুটা নিস্ক্রিয় হয়ে যায়।
ইতিমধ্যেই সিআইডির বোম্ব স্কোয়াড বোমাগুলি নিস্ক্রিয় করে। তবে কে বা কারা পরিত্যক্ত অবস্থায় বোমা গুলিকে রেখে গেছে তার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 4 =