পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দিতে
খড়ের গাদার পাশে পরিত্যাক্ত ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার শ্বাসপাড়া গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যাগে তিনটি তাজা বোমা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। কে বা কারা এই বোমা কি উদ্দেশ্য জড়ো করেছে তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। এলাকা ঘিরে রাখার পাশাপাশি বোমা গুলি নিস্ক্রিয় করতে জেলা বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ডকে খবর দিয়েছে কান্দি থানার পুলিশ।