পরিবারতন্ত্রের অভিযোগ, দল থেকে পদত্যাগ পানিহাটি পৌরসভার তিন কাউন্সিলর।

পরিবারতন্ত্রের অভিযোগ, দল থেকে পদত্যাগ পানিহাটি পৌরসভার তিন কাউন্সিলর।

ভোটের মুখে দল থেকে পদত‍্যাগ অব‍্যাহত।এবার পরিবারতন্ত্রের অভিযোগ এনে তৃণমূল দল ছাড়লেন পানিহাটি পৌরসভার ৯,৪,১৩ নং ওয়ার্ডের তিন কাউন্সিলর কৌশিক চ্যাটার্জি, বিউটি অধিকারী এবং পার্থ ঘোষ। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এর বিরুদ্ধেই মূলত অভিযোগ এনেছেন তারা।তিনি বিধায়ক তিনিই আবার পৌরপিতা পাশাপাশি তার মেয়েরাই কাউন্সিলর।সমস্ত দলীয় পদগুলি থেকে শুরু করে দলীয় সব পদগুলোই নিজের পরিবাররাই অলংকৃত করে রেখেছেন। এলাকার কোন কাজ কাউন্সিলরদের দিয়ে তিনি করাতে চান না,এমনটাই অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ওই তিন কাউন্সলরের।বিভিন্ন নেতৃত্বের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি।চার-পাঁচজন কাউন্সিলর দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন বিষয়টি কিন্তু তাতেও কোন কাজ হয়নি। পানিহাটির আপামর জনসাধারণ চাইছেন এই পরিবারতন্তের অবসান হোক,এমনই বক্তব‍্য তাদের। বিরোধীদলগুলো থেকে তাদের কাছে প্রস্তাব আসলেও কোন দলে যাবেন সিদ্ধান্ত নেননি তারা।তবে এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এমনটাই জানালেন ওই তিন কাউন্সিলর।
অপরদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের হাতে কোন চিঠি এখনো এসে পৌঁছায়নি।যদি কোনো ক্ষোভ থেকে থাকতো আগেই বলার দরকার ছিল। ভোটের আগে দলকে বদনাম করে অন্য দলে যাওয়াটাই তাদের উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 9 =