পরিবারিক বিবাদ, মৃত ১। আহত বেশ কয়েকজন।
ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শালবাড়ি এলাকার ঘটনা। মৃতের নাম গোবিন্দ মন্ডল (৫৭)।জানা গেছে, কয়েকদিন ধরেই ঝাড়শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মন্ডল ও তার শ্যালক সুরঞ্জন মন্ডল শ্যালিকা ও শাশুড়িদের মধ্যে পারিবারিক বিবাদ চলছে। শনিবার সেই বিবাদ চরমে পৌঁছায়। অভিযোগ শনিবার বিকাল ৩ টা নাগাদ রীতিমতো লাঠি, রড, কোদাল নিয়ে গোবিন্দ মন্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার শ্যালক, শ্যালিকা সহ শাশুড়ি। এদিকে বাবা গোবিন্দ মন্ডলকে বাঁচাতে যায় দুই ছেলে উত্তম মন্ডল ও গৌতম মন্ডল। লাঠির আঘাতে লুটিয়ে পড়ে গোবিন্দ মন্ডল। এরপর তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রেফার করা হলে পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। রাতে সেখানেই গোবিন্দ মন্ডলের মৃত্যু হয়।
খবর পাওয়া মাত্র রাত ১০ টা নাগাদ গোবিন্দ মন্ডলের বাড়িতে যান ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিরাট পুলিশ বাহিনী।ঘটনার পর থেকে এলাকা থমথমে। ঘটনায় রাতেই তিনজনকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ। রবিবার তাদের কোর্টে তোলা হবে।