পরীক্ষা করাতেই ধরা পড়ে ডেঙ্গু,হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার শ‍্যামনগরের পৌঢ়ের গলায় ফাঁস লাগানো দেহ।

ঘটনাটি শ‍্যামনগরের। ইন্দ্রজিৎ মান্না নামে জগদ্দল শ্যামনগরের বাসিন্দা বছর ৫৮-এর এক পৌঢ় বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে।এরপরেই তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বুধবার ভোরে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে হঠাৎই হাসপাতাল থেকে ফোন করে রোগীর পরিবারকে হাসপাতালে ডাকা হয়।রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে এলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের রোগী হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় কামারহাটির সাগর দত্ত হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়।বিশৃঙ্খলা এড়াতে হাসপাতালে মোতায়েন রয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ।আত্মহত‍্যা না অন‍্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ।হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃতের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 1 =