বালি নিশ্চিন্দার বাসিন্দা প্রিয় রঞ্জন সরকার গত ১৩ বছর ধরে বালির বিভিন্ন এলাকায় যত্রতত্র অবস্থায় পরে থাকা জাতীয় পতাকা সযত্নে তিনি তুলে রাখেন। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এই দিনগুলিতে সাধারণ মানুষ জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলে চারিদিক কিন্তু পরের দিনই অবহেলায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায জাতীয় পতাকা ।সেই পতাকা গুলি সযত্নে তুলে রাখেন বালির বাসিন্দা এই মুহূর্তে ৬০ হাজারেরও বেশি জাতীয় পতাকা সযত্নে তিনি তার বাড়িতে তুলে রেখেছেন। প্রতিবন্ধী হওয়ার পরেও ভারত মাতার সম্মান রক্ষায় এইভাবে তিনি কাজ করে চলেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রথমে তার সঙ্গ না দিলেও পরে তার এই ঐকান্তিক দেশভক্তি ভালোবাসাকে সম্মান দিতে সমস্ত স্তরের মানুষ সহযোগিতা করে। বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চ্যাটার্জি রাস্তায় পড়ে থাকা জাতীয় পতাকা তুলে যত্ন করে রাখলেন।
Home জেলা