পল্লবী,বিদিশার পর এবার ঝুলন্ত দেহ উদ্ধার অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।
টলিউড জুড়ে মৃত্যুর বন্যা। পল্লবী বিদিশার পর এবার বিদিশা দে মজুমদারের বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী।এদিন সকালে তার পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি,বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা। মঞ্জুষা বিবাহিত ছিলেন। মঞ্জুষার মায়ের দাবি, গতকাল মঞ্জুষা বারবার বলছিল যে ‘আমিও বিদিশার মতো করব।’বাড়িতে শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বেডরুমে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয় এদিন। ঘটনার তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও দরজা খোলেননি মঞ্জুষা। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মঞ্জুষার মায়ের বক্তব্য অনুযায়ী, গতকাল মঞ্জুষার স্বামী তাকে নিতে এলেও সে যেতে নারাজ ছিল। আর আজ সকালেই এই ঘটনা কার্যত শোকের ছায়া গোটা পরিবারে।