বুধবার চেন্নাই আইসিএফ রেল ফ্যাক্টরি থেকে বন্দে ভারতের নতুন রেক হাওড়া স্টেশন এসে পৌঁছায় রাতে।সেখান থেকে সাতরাগাছি কোচিং কমপ্লেক্সের কাছে নিয়ে আসা হয়েছে। সেখানে তার বিভিন্ন মেনটেনেন্স এর কাজ খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক আদিত্য কুমার চৌধুরী ফোনে জানান একটি বন্দে ভারত নতুন রেক এসে পৌঁছেছে ইতিমধ্যে হাওড়া থেকে পুরী বা হাওড়া থেকে রাঁচি যাত্রা শুরু হতে পারে, যদিও এখনো পর্যন্ত রেল বোর্ডের তরফ থেকে কোনরকম নির্দেশ আসেনি তাও বেশিরভাগ চান্স রয়েছে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করার।