পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার মোহনপুরের বেলশ্বর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহালদশা ছাদহীন সেন্টারেই চলছে খুদে পড়ুয়া দের নিয়ে পঠন পাঠন। গত দেড় বছর ধরে এভাবেই হয়ে আসছে পঠন পাঠন বর্তমানে এই সেন্টারটিতে পড়ুয়াদের পাঠাতেও ভয়ের সম্মুখীন হচ্ছে বলে দাবি করেছে অভিভাবকেরা। কারণ এই সেন্টারটির বেহাল দশা একদিকে ভেঙ্গে পড়ছে মাথার উপর এডভেস্টারের ছাউনিও অপর দিকে ভেঙে পড়ার আশঙ্খা দেওয়াল, জীবনের ঝুঁকি নিয়ে চলে পড়ুয়াদের নিয়ে পঠন পাঠন। শিক্ষাকর্মী থেকে অভিভাবক সকলেই একটাই দাবি প্রশাসন যাতে কোনভাবে সেন্টারটিকে সারিয়ে তুলে পড়াশোনার উপযোগী করে তোলে।