পশ্চিম মেদিনীপুরে বিজেপির প্রথম পৌর নির্বাচনী কর্মী বৈঠক, চেয়ার ফাঁকা দেখে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ।
পুর-নির্বাচনীর দিন এখনো ঘোষণা হয়নি পশ্চিম মেদিনীপুরের পৌরসভাগুলির জন্য।তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল।পাল্টা বিজেপির পক্ষ থেকেও প্রস্তুতি কর্মী বৈঠক ছিল শনিবার। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সেই বৈঠক করতে এসে হোঁচট খেলেন প্রথম দিনেই।নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে বৈঠকের ঢুকেও ফাঁকা চেয়ার দেখে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। বৈঠকের তাল কাটল প্রথম দিনেই।
শনিবার মেদিনীপুর শহরের পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে এই কর্মী বৈঠকের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত কর্মসূচী আগে থেকেই করা ছিল। শহরের প্রান্তে এই রুদ্ধদ্বার কর্মী বৈঠক সকাল দশটার সময় থাকলেও ১১ টার সময় উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সহ জেলা সভাপতি সৌমেন তেওয়ারি ও অন্যান্যরা বসে থাকলেও হলের ভেতরে শতাধিক চেয়ার সবই ফাঁকা। পরিস্থিতি দেখে রেগে যান দিলীপ ঘোষ। উপস্থিত নেতৃত্বদের রেগে গিয়ে বলেন -“এটা বিয়ে বাড়ি নয়, সবাইকে চেয়ারে এসে বসতে বলুন।”
অস্বস্তি কাটাতে দ্রুত বাইরে থাকা স্থানীয় নেতারা সকলকে ডেকে এনে বসানোর চেষ্টা করেন।তা হলেও মিটিং চলাকালীন বেশিরভাগ চেয়ার রইল ফাঁকাই।