প্রশাসনিক উদ্যোগে স্বনির্ভর করার ক্ষেত্রে অন্যান্য একাধিক প্রকল্পের পর মাটির সৃষ্টি প্রকল্প গ্রামাঞ্চলে ভালো সাড়া ফেলেছে। সেই প্রকল্পেই পশ্চিম মেদিনীপুরের শুরু হল মুক্তার চাষ। মিষ্টি জলে মুক্তো চাষের ব্যাপারে প্রাথমিক ভাবে ১২ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাত দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। জানা গেছে প্রথমবার মুক্তো উৎপাদন করতে ৮ থেকে ১০ মাস সময় লাগবে। আপাতত এই চাষে ব্রতী হলেন দাসপুরের একটি কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের জয়রামচকে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে শুরু হল মিষ্টি জলে মুক্তো চাষ। উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক।