পশ্চিম মেদিনীপুরে সাত সকালে বাড়ির ভিতরে জোড়া বিষধর।
সাত সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল বিশাল আকারের দুটি বিষধর সাপ। পরিবারের সদস্যরা গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় সাপগুলোকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে রেখে তুলে দিলেন বনদপ্তরে হাতে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।জানা যায়, জগন্নাথপুর এলাকার বিশ্বনাথ দিগারের বাড়িতে পরিবারের সদস্যরা হঠাৎ একটি বিষধর সাপকে দেখতে পান।বাড়ির কোণে অন্ধকারের মধ্যে ছিল সাপটি।ভালো করে লক্ষ্য করে আরো একটি সাপকে দেখতে পান তারা।প্রায় ৬ ফুট লম্বা ১ গোখরো ও একটি খরিশ সাপ দেখতে পায়।এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সকালে বনদপ্তরে কর্মীরা এসে সাপ উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তরের কর্মীরা জানায়, সাপগুলির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।