এবার চন্দ্রভাগার জল বন্ধ করল ভারত, গ্রীষ্মের মরসুমে শুকিয়ে মরবে পাকিস্তান। এরপর ভারতে সন্ত্রাসবাদী হামলা করার আগে দশবার ভাববে পাকিস্তান। সেভাবেই একের পর এক প্রত্যাঘাত করছে দিল্লি। এবার চন্দ্রভাগা নদীর জল বন্ধ করল ভারত। জম্মু ও কাশ্মীর হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাকিস্তানের দিকে বয়ে যায়। ফলে জলপ্রবাহ আটকানো এবং বাড়তি জল ছাড়া, দুই রয়েছে ভারতের হাতে। বলা বাহুল্য, গ্রীষ্মের মরসুমে দিল্লির এই পদক্ষেপে অস্বস্তি বাড়ল ইসলামাবাদের।হেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। সিন্ধু এবং তাঁর উপনদীগুলির জলপ্রবাহ নিয়ন্ত্রণে এই চুক্তি হয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শিক্ষা দিতে বিতস্তার জল ছাড়ে ভারত। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পাকিস্তান অভিযোগ করে, কোনও রকম সতর্কবার্তা ছাড়াই জল ছেড়েছে ভারত। পালটা দাবি, নিয়ম মেনে জল ছাড়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 5 =