পাঁচলা-কান্ডে তিন কংগ্রেস বিধায়ক সহ গ্রেফতার মোট ৫।
পাঁচলা-কান্ডে তিন কংগ্রেস বিধায়ক সহ গ্রেফতার মোট ৫।তোলা হলো হাওড়া আদালতে। গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় রবিবার দুপুরে পাঁচলা থানা থেকে হাওড়া কোর্টে নিয়ে আসা হয় ঝাড়খণ্ডের কংগ্রেসের তিন বিধায়ক সহ ধৃত ৫ জনকে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপরেই ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ির ডিকি থেকে দুটি ব্যাগ ভর্তি লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। সেইসময় ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কচ্ছপ সহ ছিলেন গাড়ির চালক ও অন্য এক ব্যক্তি। তিন বিধায়ক, গাড়ির চালক সহ মোট পাঁচজন ছিলেন গাড়িতে। এই ঘটনায় তিন বিধায়ক সহ ৫ জনকে প্রথমেই হাওড়ার গ্রামীণ পুলিশ আটক করে। টাকা গোনার মেশিন এনে কত টাকা উদ্ধার হয়েছে তা গোনা শুরু হয়। গভীর রাত পর্যন্ত সেই কাজ চলে। প্রায় ৪৯ লক্ষ টাকা গাড়িতে ছিল বলে পুলিশ সূত্রের খবর। ওই টাকার উত্স নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। সূত্র মারফত পাওয়া খবরে আরও জানা গেছে, ধৃতেরা দাবি করেছেন আদিবাসী এলাকায় বণ্টনের জন্য কলকাতার বড়বাজারে শাড়ি কিনতে ওই টাকা গাড়িতে করে আনা হয়েছিল। এই তথ্য সঠিক কিনা তা জানা যায়নি। রবিবারই এদের গ্রেফতার করা হয়েছে।