নিকাশি নালা না থাকার কারণে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির গোপালপুর এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে বিপত্তি।বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় আন্দোলনের চাপে পড়ে রাস্তার ধারে অবৈধভাবে গজিয়ে উঠা ইমারত ভেঙে দেওয়া হয়।তারপর জল নিকাশির ব্যবস্থা করা হয়।আপাতত ভাবে ৫ নম্বর রাজ্য সড়কের পাশে অস্থায়ীভাবে নিকাশি নালা তৈরির ব্যবস্থা করছে প্রশাসন।পরবর্তীতে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।যদিও ব্লক প্রশাসন অবৈধ নির্মাণের কথা স্বীকার করে নেন।তবে দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের।