রবিবার রাতে গয়েরকাটার হিন্দুপাড়ার বাসিন্দা বাসন্তী কুজুরের বাড়িতে মুরগির খাঁচায় ঢুকে পড়ে একটি বিশালাকার পাইথন।পাইথনটি কয়েকটি মুরগি খেয়ে ফেলে। স্থানীয় কয়েকজন যুবক ওই পাইথনটি উদ্ধার করতে যায়। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। প্রশিক্ষণ ছাড়া উদ্ধার করতে গিয়ে জঞ্জালু রায় ও কুসুম কলোনিয়া নামে দুই যুবক সাপের কামড়ে আহত হয়।এরপর রক্তাক্ত অবস্থায় তারা পাইথনটি ধরে গলায় ঝুলিয়ে রীতিমত উল্লাস করতে করতে প্রায় ১ কিমি হেটে মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেয়। মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গেছে, এটি একটি বার্মিজ পাইথন। লম্বায় প্রায় ৮ ফুট। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।এভাবে বন্যপ্রাণী আইনকে নিজদের হাতে তুলে নিয়ে এভাবে ফটো শুট ও অজগর সাপ কাঁধে তুলে গলায় ঝুলিয়ে ব়্যালি করায় নিন্দায় সরব হয়েছেন পরিবেশ কর্মীরা।