পাইপ লাইনের কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত এক শ্রমিক
পাইপ লাইনের কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত এক শ্রমিকসরকারি প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পাইপ লাইনের কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হলেন শ্রমিক বাবুলাল শেখ নামে এক শ্রমিক। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে নওদা থানা এলাকার কানাপারা এলাকায় রাস্তার পাশে পাইপলাইনের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক ।বাবুলাল শেখ নামে এক শ্রমিক কোদাল দিয়ে মাটি খুড়তে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে চোখে আঘাত পান বাবুলাল। তাকে প্রথমে আমতলা হাসপাতালে এবং শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে বোম স্কোয়াড ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে।