পাওয়া গিয়েছিল সুইসাইড নোট,অবশেষে নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধার হলো জঙ্গিপুরের গঙ্গায়।
মুর্শিদাবাদের এক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া কাজী রহমান কবির।ওই স্কুলে অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার একটি মিটিং ছিল।সেই মিটিংয়ে পড়ুয়াকে কোন এক কারণে স্কুলের মধ্যেই বকাবকি করে তার অভিভাবক।তারপরে অভিভাবক ছেলেকে রেখে স্কুল থেকে চলে আসে বাড়ি। তার পরে পড়ুয়া তার স্কুল বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও স্কুল বাস থেকে বাড়িতে না নেমে রঘুনাথগঞ্জ শহরে নামে বিকেলে।তার বাড়ি আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজনরা বহু খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি সারারাত।
শুক্রবার সকালে জঙ্গিপুর সুভাষ দ্বীপ পার্কের প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে গঙ্গা লাগোয়ায় এক জায়গায় স্কুল ব্যাগ ও জুতো। তার পরেই খবর যায় রঘুনাথগঞ্জ থানায়।সঙ্গে সঙ্গে পুলিশ এসে সেই ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সেই পড়ুয়ার সুইসাইট নোট। পরে খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের।শুরু হয় গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি।শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে ছাত্রের দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি ডুবুরিরা।অবশেষে রাত্রে পড়ুয়ার ব্যাগ উদ্ধারের স্থান থেকে কয়েকশো মিটার দূরে গঙ্গায় স্থানীয়রা ভেসে যেতে একটি দেহ।পুলিশ এসে গঙ্গা থেকে উদ্ধার করে দেহ ।পরে খবর যায় সেই পড়ুয়া বাড়িতে। পরিবারের লোক এসে পড়ুয়ার দেহ সনাক্তকরণ করতেই কান্নার রোল পরিবার জুড়ে।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে জঙ্গিপুর হাসপাতাল মর্গে পাঠায়।তবে প্রাথমিক অনুমান, স্কুলে বাবার বকুনির ফলে অভিমানে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ওই পড়ুয়া।