মাত্র ২৪ বছরের সুবোধ ঘোষ সেনা জওয়ানের মৃত্যুর খবর গ্রামে আসতেই শোকস্তব্ধ গ্রাম।কালীপুজোর আগের সন্ধ্যায় অনেক বাড়িতেই দীপাবলীর আলো জ্বললো না।গতকাল বিকেল বেলায় মা বাসন্তী ঘোষের কাছে ফোনে খবর আসে ছেলের মৃত্যু সংবাদ। কাশ্মীর উপত্যকায় উরিতে পাকসেনাদের গুলিতে তিন জন সেনা জাওয়ান ও বিএসএফ জওয়ান সহ ১০ জন মারা যান।এদের মধ্যে নদীয়ার তেহট্ট রঘুনাথপুরের সুবোধ ঘোষ সেনা জওয়ান শহীদ হয়েছেন। সংসারের একমাত্র চাকরিজীবী ও উপার্জনের উৎস ছিলেন সুবোধ।৪ বছর আগে সেনাবাহিনীতে যোগদান সুবোধ এর,গত বছর নভেম্বরে অনিন্দিতার সাথে বিয়ে হয় তার।তাদের তিন মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। লকডাউনের মধ্যে জুলাই মাসে বাড়ি এসেছিলেন। তারপর ফিরে গিয়ে তার ডিসেম্বরে আসার কথা ছিল।কিন্তু কন্যা সন্তানের মুখ দেখা আর হলোনা সুবোধের।সুবোধ সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় সংসারে অনেকটাই সচ্ছলতা আসছিল। মাত্র ২৪ বছরে তাদের সুবোধকে হারাতে হবে ভাবতে পারেননি পরিবারের কেউই। শোকস্তব্ধ পরিবার থেকে গ্রামের প্রত্যেকটি সদস্য।
Home জেলা