পাখা চালাতে গিয়ে ইলেকট্রিকের শট খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির,
ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পালংপুর এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালের বাড়ির একটি টেবিল ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শট খায় ওই ব্যাক্তি পরে ওই ব্যক্তিকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়, জানা যায় মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ মণ্ডল,বয়স -৩২,বাড়ি চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পালংপুর এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।