পাখির চোখ জিটিএ।এবার চা-বাগান নিয়ে অনশনে হামরো পার্টি।
দার্জিলিং-এ চা বাগানের শ্রমিকদের স্বার্থে, এবার স্ত্রী ও দলীয় অনুগামীদের নিয়ে আমরণ অনশনে বসলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। আর তার ওই অনশনে যোগ দিয়েছেন তাঁর স্ত্রী নম্রতা এডওয়ার্ডও। শুক্রবার রাত থেকে চা বাগানের শ্রমিকদের দাবি আদায়ে অনশনে বসার সিদ্ধান্ত নেন অজয়এডওয়ার্ড৷ গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে দার্জিলিংয়ের রঙ্গীত চা বাগান । করোনা পরিস্থিতির আগেও একাধিকবার লকআউট হয়েছে রঙ্গীত চা বাগান। কখনও এক বছর, আবার কখনও তিনমাস লকআউট হওয়ার পর খুলেছে বাগান। এভাবেই চলছিল চা বাগানটি। সম্প্রতি ছয় মাস ধরে বন্ধ রয়েছে চা বাগানটি। বাগানে স্থায়ী – অস্থায়ী সব মিলিয়ে প্রায় শতাধিক চা শ্রমিক রয়েছে। এদের বেশীরভাগ আগে বিমল গুরুং শিবিরে থাকলেও, দার্জিলিং পুরসভা নির্বাচনের পর সিংহভাগ চা শ্রমিক ও নেতৃত্ব হামরো পার্টির শ্রমিক সংগঠনে যোগ দেয়। এরপরই বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটির টাকা মালিকপক্ষ বকেয়া রেখেছে বলে অভিযোগ তোলে হামরো পার্টি। কিন্তু, বিরোধ চরমে ওঠে বাগান খোলা নিয়ে।শ্রমিকদের সঙ্গে পাকা চুক্তি করার পরই বাগান খোলার দাবি তোলে হামরো পার্টি।