পাচারের আগেই উদ্ধার বিশালাকার কচ্ছপ আলিপুরদুয়ারে

পাচারের আগেই উদ্ধার বিশালাকার কচ্ছপ আলিপুরদুয়ারে

চোরা পথে কচ্ছপ পাচারের আগেই চার ফুট লম্বা বিশাল আকার বিলুপ্তপ্রায় একটি কচ্ছপ উদ্ধার করল আলিপুর থানার পুলিশ৷ গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ রবিবার সকালে আলিপুরদুয়ারের ১ নম্বর চাপরের গ্রাম পঞ্চায়েতের ধারেয়ারহাট এলাকা থেকে চার পা বাঁধা অবস্থায় এই কচ্ছপটিকে উদ্ধার করে।পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অন্যত্র পাচারের উদ্দেশ্যেই বিশালাকার কচ্ছপটিকে ধরেছিল পাচারকারীরা।এই পাচারের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সমর্থ হয়নি। পরে আলিপুরদুয়ার পুলিশের তরফে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের হাতে তুলে দেয় কচ্ছপটিকে৷ বনদপ্তরের পশু চিকিৎসক এসে কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করেন৷ বর্তমানে কচ্ছপটিকে রাজাভাতখাওয়া রেসিকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে , শারীরিক পরীক্ষার পর কচ্ছপটিকে তার নিজের পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − one =