সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কান্দির ছায়াপথ সিনেমা হলে অন্যদিনের তুলনায় দর্শকদের ভিড় ছিল তুলনামূলক বেশি। দীর্ঘদিনের পুরনো এই বিল্ডিং হওয়াই পাঠান সিনেমা চলাকালীন সিনেমা হলের ছাদ ভেঙে পড়ায় আহত হয়েছেন পাঁচ জন দর্শক। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কান্দি থানার পুলিশ। তবে কিভাবে এই সিনেমা হলের ছাদ ভেঙে পড়লো তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।