শনিবার পানিফলা পার্কের জলাশয় থেকে বৃদ্ধর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করলো বারাবনি থানার পুলিশ। বারাবনি থানার অন্তর্গত লালগঞ্জ দোমহানি রোডের বন্ধ পানিফলা পার্কের জলাশয় থেকে হন্যে পাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ নারান কোরা(৫৫) অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যানাযায়,এদিন সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই জলাশয়ের ঘাটে নামতেই দেখতে পান জলে ভাসছে এক ব্যাক্তির অর্ধনগ্ন মৃতদেহ। তৎক্ষণাৎ বারাবনি থানাকে খবর দেওয়া হয়।খবর পেয়ে আশেপাশের গ্রামের মানুষ ভীড় জমায় ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।জানা গেছে মৃতদেহটি স্থানীয় পাশের একটি গ্রাম হন্যে পাড়া গ্রামের বাসিন্দা নারান কোরা(৫৫)।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।