পানিহাটিতে উদ্ধার হওয়া মৃতদেহ শনাক্ত করল তার স্ত্রী।
রবিবার সকালে পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মৃতদেহের পরিচয় জানা গেল। মৃতের নাম শিবনাথ দাসের ( ৪০)। তিনি আগরপাড়া জুটমিলের কর্মচারী ছিলেন। পুলিশ সূত্রে খবর,গত ২৪ ডিসেম্বর রাতে স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল। তারপর থেকেই তাঁর ফোন সুইচ বন্ধ ছিল।রবিবার দুপুর বেলা খড়দহ থানায় গিয়ে মৃত শিবনাথ দাস এর স্ত্রী ডলি দাস মৃতদেহ শনাক্ত করেন।স্ত্রীর বক্তব্য, কি কারণে এমন ঘটনা ঘটলো তা তিনি জানেন না। কোনো শত্রু বা কোন পুরনো শত্রুতাও তার স্বামীর সঙ্গে ছিল না।তবে তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন এই ঘটনার সঙ্গে যে দোষী তার শাস্তি যাতে হয়। এখন অব্দি এই ঘটনায় খড়দহ থানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে বিপ্লব দাস নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
