পানিহাটিতে পানীয় জল, বেহাল রাস্তাসহ একাধিক দাবি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা
পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ পাচ্ছেনা পানীয় জল একইসাথে বেহাল রাস্তা ও নিকাশি ব্যাবস্তা। আজ পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা সুভাষ নগর অঞ্চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সকাল থেকে,তাদের দাবি নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্মল ঘোষ ও স্থানীয় পৌর প্রতিনিধি শ্যামলী দেবরায় দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও এখনো কোনো সুরাহা না হওয়ায় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়।অবরোধ স্থলে পৌর মাতা শ্যামলী দেব রায় আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা পৌর মাতাকে ঘিরে দীর্ঘক্ষন চলে এই বিক্ষোভ। এরপর পৌর মাতা শ্যামলী দেব রায় জানালেন নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সবই পূর্ণ হবে তবে পানীয় জলের সমস্যা সেটা শুধু ২৭ নম্বর ওয়ার্ডের নয় সমস্ত পানিহাটির সমস্যা জানিয়ে লাগাতার পরিশ্রম করছেন পৌরসভা বাসিন্দাদের সহযোগিতায় প্রার্থনা করেন তিনি।