পানিহাটির দই-চিঁড়ে মেলায় পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার পরই তৎপর প্রশাসন।
রবিবার পানিহাটি পৌরসভার পরিচালনায় দন্ড মহোৎসবে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ৫০৬ তম বর্ষ উদযাপন গেছে গতকাল। গত দু’বছর করোনার কারণে সংঘটিত হয়নি এই দই-চিঁড়ে মহোৎসব। ফলে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দন্ড মহোৎসবের এই মেলা প্রাঙ্গণে প্রত্যাশার থেকেও অনেক বেশি পুণ্যার্থীরা হাজির হয়েছিলেন। তীব্র গরমে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন দর্শনার্থী। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয় বলেই প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। এরপর আজ থমথমে পরিস্থিতি। রয়েছে পুলিশ প্রশাসনের তৎপরতা। পাশাপাশি স্থানীয় মানুষজন তৎপরতার সাথে প্রশাসনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন।