পানিহাটির যুবকের খুনের মামলায় গ্রেফতার ৩
চলতি মাসের দুই তারিখ শ্রীরামপুরে দিল্লী রোডের ধারে একটি দেহ উদ্ধার হয়। মুন্ডহীন ওই মৃতদেহের পরিচয় মিলল সোমবার। মৃত যুবকের নাম শুভজ্যোতি বসু। বাড়ি উঃ ২৪ পরগনার পানিহাটিতে। ঘটনার ২২ দিন পর মৃত যুবকের শরীরে থাকা ট্যাটু ও হাতের ঘড়ি দেখে পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করে পুলিশের দাবী। এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে শ্রীরামপুর থানার পুলিশের হাতে। সোমবার বিকেলে হুগলীর বৈদ্যবাটিতে থাকা সুবীর অধিকারীকে পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুভজ্যোতির স্ত্রী পূজা ও তার বান্ধবী শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় সুবীর শুভজ্যোতিকে খুনের কথা স্বীকার করে। পুলিশ সূত্রে খবর বাসচালক সুবীরের স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে সুদর্শন যুবক শুভজ্যোতি। সেই ঘটনার খবর জানতে পারে সুবীর। চলতি মাসের এক তারিখ রাতে কোন্নগরের গঙ্গার ঘাটে শুভজ্যোতিকে ডেকে আনে সুবীর। সেখানেই চপারের কোপে সুবীর তার মাথা ধড় থেকে ছিন্ন করে দেয় । এরপর মাথা গঙ্গার জলে ভাসিয়ে শুভজ্যোতির দেহ শ্রীরামপুরে এনে একটি পানশালার পিছনে ফেলে দিয়ে যায়। আগামীকাল সুবীরকে খুনের মামলায় শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে।
