পানিহাটি ধানকল এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি।
পানিহাটি ধানকল এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল।শনিবার রাত ১১টা নাগাদ দুষ্কৃতীরা চার চাকা গাড়িতে করে এসে তৃণমূল কংগ্রেস কার্যালয় লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। একটি বোমা অক্ষত অবস্থায় থাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। বোমাবাজির ঘটনায় আহত হয়েছে এক তৃণমূল কর্মীও।কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তদন্ত করছে খরদা থানার পুলিশ।