পান্ডুয়ায় তৃণমূলের যোগদান সভায় উত্তেজনা,মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

পান্ডুয়ায় তৃণমূলের যোগদান সভায় উত্তেজনা,মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

রবিবার হুগলীর পান্ডুয়া থানার সামনে ফুটবল মাঠে জেলার এগারোটি ব্লক থেকে কয়েক হাজার মহিলা তৃণমূলে যোগদান করবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়।সেইমতো অনুষ্ঠানও শুরু হয়।সেখানে বেশ কয়েকজন মহিলার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় এই সভা থেকে। অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠক চলাকালীন সেই সময় শ্রাবণী চ্যাটার্জী নামে এক মহিলা দাবী করেন, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সভাতে আনা হয়েছে।তাদেরকে বলা হয়েছিল তাদের গোষ্ঠীর কার্ড করে দেওয়া হবে এবং সেই মোতাবেক তাদের কাছ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড সংগ্রহ করা হয়েছিল।কিন্তু এদিন তারা এই সভায় এসে জানতে পারেন, তাদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। এই কথা সাংবাদিকদের সামনে বলার পরেই ওই মহিলাকে সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাঁকে মারধরও করা হয় বলে মহিলার দাবি।পরে পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া থানায় নিয়ে যায়।ঘটনাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পান্ডুয়ার এই সভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =