পাম্পিং স্টেশনের রিজার্ভারের জলে ভাসল আলু ক্ষেত।
পানীয় জলের পাম্পিং স্টেশনের দায়িত্বে থাকা কর্মীর গাফিলতির কারণে জলে ভাসল কয়েক বিঘা কৃষি জমি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, ওই পাম্পিং স্টেশনের পাশে স্থানীয় কৃষক প্রদীপ রায় আলু চাষ করেছেন। বুধবার সকালে তিনি দেখতে পান পাম্পিং স্টেশনের রিজার্ভার জল ঢুকে দেড় বিঘা আলুর জমি জলমগ্ন হয়ে পড়েছে। চড়া দামে আলু বীজ কিনে আলু লাগিয়েছেন তিনি ।জমিতে জল ঢুকে নষ্ট হয়ে গেছে আলু ক্ষেত । কৃষকের অভিযোগ, দায়িত্ব থাকা কর্মীর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে।জানা গেছে রিজার্ভারের যান্ত্রিক গোলযোগের দেখা দিয়েছিল।তিনি জানান, পৌরসভার দ্বারস্থ হবেন এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাবেন। ওই কর্মীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন এলাকার কাউন্সিলর নমিতা রায়।