বেশ কয়েকদিন ধরেই ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খেরকাটার জঙ্গলে রয়েছে একটি অসুস্থ হাতি।বন দপ্তর ও চিকিৎসকরা কাছ থেকে হাতিটির শারীরিক সমস্যা বোঝার চেষ্টা করে ওষুধ খাওয়াচ্ছেন।জানা গিয়েছে,হাতিটির পেছনের পা ফুলে আছে।চলফেরার সমস্যা হচ্ছে তাই কার্যত এক জায়গাতেই থাকছে । প্রতি দিন দুটি দাঁতাল সন্ধ্যে বেলায় ওই অসুস্থ হাতিটিতে ঠেলে জঙ্গলে ঢুকিয়ে দেয়। সকাল বেলা একই কায়দায় নদীর ধারে এনে রেখে দেয়। যাতে তার পানীয় জলের কোন অভাব না হয়।শনিবারও খেরকাটার কালাপানিতে অসুস্থ হাতিটি জঙ্গল থেকে বেড়িয়ে এসেছে। তবে হাতিটির পিছনের ডানপায়ে ফুলে থাকায় সে ঠিক মত হাটতে পারছে না। তাই তার খাবার জোগাড় করতে সাহায্য করল গ্রামবাসীরা।তারাই হাতিটিকে কলাগাছ ফিয়ে খাবারের জোগান দিল। দিনভর এভাবেই গ্রামবাসীরা হাতিটিকে খাবার দিয়েছে। যদিও ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানিয়েছেন, হাতিটিকে তারাও ওষুধ খাওয়ানোর পাশাপাশি খাবারও দিয়েছেন।