ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের নাম মনোজ সরকার বয়স ৩৩। পরিবার সূত্রে জানা যায় জেঠুর ছেলে দিলীপ সরকারের সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিবাদ চলছিল মনোজের। এই নিয়ে জেঠুর ছেলে দিলীপ সরকার বেশ কয়েকবার ইংরেজ বাজার থানায় অভিযোগ জানায় মনোজের নামে। জানা যায় জেঠুর ছেলে দিলীপ সরকার মালদা ডিএম অফিসে কর্মরত বলে জানা গেছে। অভিযোগ জানানোর পর থেকেই তাকে সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে সরিয়ে দেয় দায়িত্বভার অফিসার বলে অভিযোগ। প্রায় এক বছর ধরে সিভিক ভলেন্টিয়ার এর পদ থেকে বসেছিলেন তিনি। এই নিয়ে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। এই যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের।