পাশের হার ১০০ শতাংশ,প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
করোনা পরিস্থিতিতে প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। ফলাফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।করোনা পরিস্থিতিতে এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি।তাই বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে মঙ্গলবার ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবার নেই কোনও মেধাতালিকা।গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ।এবার পাশের হার ১০০ শতাংশ।এ বছর মোট ছাত্রছাত্রী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন।ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। ৭০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর ৬৯৭।৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে।পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান,মঙ্গলবার পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে হবে। স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ওয়েব সাইটগুলো হল- www.wbbse.wb.gov.in, wbresults.nic.in, www.exametc.com। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মার্কসিট সংগ্রহের কিছু শর্ত রাখা হয়েছে।স্কুল থেকে পড়ুয়ারা নয়,অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে।