পুকুরে এক -বৃদ্ধার মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য রাজপুর-সোনারপুর পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে।
রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড এলাচি এলাকায় একটি পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন ।মৃত্যু ব্যাক্তির শক্তিপদ পাশেই একটি অভিজাত আবাসনের বাসিন্দা তিনি। তার এক ছেলে আর এক মেয়ে, দুজনেই বিদেশে থাকেন। মৃত ব্যাক্তির স্ত্রী অসুস্থ , স্বামীর সাথে ওই আবাসনেই থাকতেন। গত কাল বাড়িতে না ফেরায় সোনাপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। গতকাল রাতে পুলিশ এসে মাইকিং করে ঢাকায় প্রচার করে। সকালে পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি পুকুর থেকে তোলা হয়। করোনার কারনে আন্তর্জাতিক বিমান না থাকায় বাবাকে দেখতে আসতে পারবেন না তার সন্তানরা। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
