পুকুর থেকে ৪ বছরের এক কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।
দু দিন নিখোঁজ থাকার পর বাড়ির থেকে একটু দুরে পুকুর থেকেই উদ্ধার হল ৪ বছরের শিশু কন্যার দেহ। ঘটনায় শোকের ছায়া বেলদা থানার সাউরি গ্রাম পঞ্চায়েতের আগরবাড়চক গ্রামে ।ঘটনায় জানা গেছে রবিবার দুপুর থেকে স্থানীয় আশীষ মান্নার জমজ দুই সন্তানের অন্যতম চার বছর বয়সী এক কন্যা সন্তান অর্জা মাইতি নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ার পর সোমবার বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়িতে মিসিং ডায়েরি করেন নিখোঁজ ঐ কন্যা সন্তানের বাবা আশিস মান্না। এরপর মঙ্গলবার সকালে বাড়ির থেকে কিছুটা দূরের পুকুরে ৪ বছরের শিশু কন্যার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা ।এরপর পরিবারের খবর দিলে পরিবারের লোকেরা তা শনাক্ত করে ।খবর দেওয়া হয় পুলিশে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সংগ্রহ করেছে। তবে কি করে বাড়ি থেকে দূরের পুকুরে ওই কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার হল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য।
