পুজোটা পরিবারের সাথে কাটাতে চেয়েছিলেন, বাড়ি ফেরা হলো না পরিযায়ী শ্রমিকের।
কাজের সূত্রে বাড়ি ছেড়ে পরিযায়ী হয়ে দিন কাটাতে হয় কত মানুষকে।পুজোর এই চারটে দিনই তো সুযোগ পান পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার।ভিন্ন রাজ্য থেকে পরিবারের সাথে পূজা কাটাতে বাড়ি ফিরছিলেন এক পরিযায়ী।তবে বাড়ি ফেরা হলো না আর। পথে বাস থেকে নামতেই বুনিয়াদপুরে মৃত্যু হল শ্রমিকের।সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুনিয়াদপুর শহরে।পুলিশ সূত্রে জানা যায়, বছর চল্লিশের নব দাস পেশায় ঠিকা শ্রমিক। দীর্ঘদিন ধরেই মুম্বাইতে থাকতেন।পুজোর ছুটিতে বাড়ি ফিরছিলেন।প্রথমে মুম্বাই থেকে ট্রেনে করে হাওড়া।তারপর ধর্মতলা থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে উত্তর দিনাজপুরের ডালিমগার বাড়ি ফিরছিলেন তিনি।পরিবারও অপেক্ষায় ছিল তার।সেই অপেক্ষা আর শেষ হলো না। এইদিন বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পরই অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।তার সাথে থাকা শ্যালক পিন্টু মন্ডল ও স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।দেহটি প্রাথমিক পরীক্ষার পর ময়নাতদন্তের জন্য বংশীহারী থানার পুলিশ বালুরঘাট মর্গে পাঠায়।শোকের ছায়া পরিবারে।