পুজোর আগেই দূর্বার মহিলাদের পাশে বসিরহাট পুলিশ প্রশাসন।

পুজোর আগেই দূর্বার মহিলাদের পাশে বসিরহাট পুলিশ প্রশাসন।

বসিরহাটের মাটিয়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে মাটিয়া বাজারে দূর্বার মহিলা সহ তাদের শিশুদের দূর্গা পুজোর আগেই বস্ত্র প্রদান ও খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।এদিন মাটিয়া বাজারে প্রায় শতাধিক শিশুদের হাতে নতুন জামা প্যান্ট ও চকলেট তুলে দেন তারা। পাশাপাশি খেলার সামগ্রী ফুটবল, ক্রিকেট ব্যাট বল, ব্যাডমিন্টন ও খেলনা গাড়িসহ বিভিন্ন রকমের সামগ্রি তুলে দিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে ,অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি,এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ, রাজ্য পরিবহণ দপ্তরের ডিরেক্টর এটিএম আব্দুল্লা রনি,বসিরহাট তৃণমূলে সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ সহ একাধিক আধিকারিকরা। বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা সেই দূর্গা পুজোর আগেই সমাজের অন্ধকারে থাকা দূর্বার মহিলা এবং তাদের সন্তানদের মুখে হাসি ফোঁটাতে তাদের এই উদ‍্যোগ। পুলিশ প্রশাসনের কাছ থেকে উপহার পেয়ে খুশি ওরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 15 =