পুজোর আগে হালিশহর লোকসংস্কৃতিক ভবনে পুলিশ আধিকারিকদের বৈঠক
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকের কাঠি বাজতে অপেক্ষা হাতে গোনা কয়েকটা দিন। সেই দুর্গোৎসব কে সফল করে তুলতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বীজপুর পুলিশ প্রশাসন মঙ্গলবার হালিশহর লোকসংস্কৃতি ভবনে স্থানীয় ক্লাব কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হল । সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণ, হালিশহর পৌরসভার মুখ্য প্রশাসক রাজু সাহানি, বিজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাস, কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী সহ অন্যান্য সরকারি আধিকারিকগন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাস জানান সমস্ত দুর্গা পুজো কমিটি দের কাছে তার আবেদন মণ্ডপে ভির না করে করে দর্শনার্থীদের ঠাকুর দেখার ব্যবস্থার সঙ্গে মাক্স ও স্যানিটাইজার ব্যবহারের কথা উল্লেখ করেন। অন্যদিকে হালিশহর পৌরসভার মুখ্য প্রশাসক রাজু সাহানি জানান পুজোর আগেই যেসব রাস্তাগুলো খারাপ সারিয়ে দেওয়ার আশ্বাস দেন উপস্থিত ক্লাব কর্মকর্তাদের উদ্দেশ্যে।