জেলার অন্যতম নাট্য দল মহিষাদল শিল্পকৃতি এবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত্য ,মণ্ডপে মণ্ডপে ,রাস্তায় বাজারে নাট্যাভিনয় এর মধ্য দিয়ে মানুষকে সচেতন করার কাজে নামলো।সাইবার ক্রাইম ,সাইবার জালিয়াতির মধ্য দিয়ে সব কিছু খোয়াতে হয়েছে এমন মানুষের সংখ্যা ,দিন দিন বেড়েই চলেছে।এই তালিকায় যেমন আছেন শিক্ষিত মানুষ তেমনি রয়েছে খেতে খাওয়া সাধারণ মানুষ ও এই প্রতরণার হাত থেকে কি ভাবে নিস্তার পাওয়া যাবে সেই রাস্তা দেখিয়েছেন নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায় ,নির্দেশনা দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির সদস্য শ্রী সুরজিৎ সিনহা এই সচেতনতা প্রচারের উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী রাহুল পান্ডের। সাইবার ক্রাইম নাটকের অভিনয়ে উপচে পড়ছে দর্শকের ভিড়। নির্দেশক সুরজিৎ সিনহা জানান শিল্পকৃতির অভিনেতারা পুজোর আনন্দ বিনোদনকে উপেক্ষা করে মানুষকে সচেতন করার কাজ করতে পেরে খুশি।