পুজোর পরেই উপনির্বাচন,জোরকদমে চলছে দেওয়াল লিখন।
শারদীয়া উৎসবের পরেই নির্বাচন।ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রচার কাজ। জোর কদমে তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন দেওয়াল লিখন থেকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া।লক্ষ্য একটাই বিপুল ভোটে তৃণমূলকে জয়ী করা।৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন।বিগত বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভায় তৃণমূলকে পরাস্ত করে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনে একফোঁটাও সময় নষ্ট করতে নারাজ তৃণমূল। শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মী বৈঠক থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচি করে চলেছে তৃণমূল। শান্তিপুরের বিভিন্ন এলাকায় উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সহ শান্তিপুর বিধানসভার একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে।শুনছেন তাদের অভাব এবং অভিযোগ। ঠিক তেমনই দেওয়াল লিখন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে তৃণমূল। সোমবার মহা ষষ্ঠীর দিনেও থেমে নেই তৃণমূলের কর্মী-সমর্থকরা। শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই চলছে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর নামে দেওয়াল লিখন কর্মসূচি।