আর কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর ইতি মধ্যেই তোরজোড় শুরু হয়ে গেছে বিভিন্ন শিল্পী মহলে। এবছর দুর্গাপূজায় রঙিন শোলা শিল্পের কারুকার্যে ঝুঁকেছেন প্রস্তুতকারকেরা। বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রংবেরঙের শোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন। দেবী প্রতিমার সাজ সজ্জায় সৌন্দর্য্য আনতে এই রঙিন শোলা শিল্পের কারুকার্যের ওপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে। বেশি করে বায়না মেলায় সাদামাটা শোলার কাজ থেকে অনেক বেশি রঙিন শোলা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগড়েরা। ইতিমধ্যে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু শোলা শিল্পীরা প্রতিমা রূপসজ্জার দেওয়ার ক্ষেত্রেই রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো তৈরি করতে শুরু করেছেন। প্রতিবছর পুজোর মরশুমে ব্যস্ততা শুরু হয় শোলা শিল্পীদের। তবে এবারে রঙিন শোলা শিল্পের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পূজা উদ্যোক্তাদের মধ্যে। মালদার ছড়িয়ে ছিটিয়ে থাকা শোলা শিল্পীরা চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কর্মশালার ব্যবস্থা করুক। এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগড়দের জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার সুবিধা করে দেওয়া হোক। তাহলে আগামীতে এই শোলা শিল্প আরও বেশি করে টিকবে, দাবি প্রস্তুতকারকদের।