পুনরায় খুলতে চলেছে বেলুড় মঠ।

পুনরায় খুলতে চলেছে বেলুড় মঠ।

করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে খুলেছিল বেলুড় মঠ।কিন্তু করোনার প্রভাব বাড়তেই বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠের দরজা।দ্বিতীয় দফায় সর্বসাধারণের জন্য বেলুড় মঠ পুনরায় খুলতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি।বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়,সকাল ৮:৩০ টা থেকে ১১:০০ টা এবং বিকেল ৩:৩০ টা থেকে ৫টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে।তবে প্রসাদ বিতরণ,আরতি দর্শন, ধ্যান করা বা মহারাজকে প্রণাম আগের মতোই বন্ধ থাকবে।পরবর্তীকালে বিচার-বিবেচনা করে সমস্ত প্রথা ধীরে ধীরে চালু করা হবে।কোভিডের স্বাস্থ্যবিধি মেনেই ভক্ত এবং সাধারণকে ঢুকতে হবে।মাস্ক অবশ্যই পড়তে হবে,স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভাবেই সাধারণকে দর্শন করতে হবে বেলুড় মঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 14 =