পুনরায় শুরু দার্জিলিং এর টয় ট্রেন।

পুনরায় শুরু দার্জিলিং এর টয় ট্রেন।

দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেন দেশি বিদেশি সমস্ত পর্যটকদের কাছেই আকর্ষণীয়। দেশি-বিদেশি পর্যটকরা টয় ট্রেন এবং কাঞ্চনজঙ্ঘার জন্যেই বারবার দার্জিলিঙে ছুটে আসেন। কোভিডের জন্য বন্ধ হয়েছিল টয় ট্রেন পরিষেবা। কোভিডের কারণে বন্ধ হয়ে থাকা টয়ট্রেন তার ওয়ার্ল্ড হেরিটেজ তকমা টা ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে দেখা গিয়েছিল সংশয়। প্রায় ১০০ দিনের উপর বন্ধ ছিল এই টয় ট্রেন। আজ থেকে পর্যটকদের জন্য এই টয়ট্রেন পরিষেবা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আবার শুরু করলো। দার্জিলিংয়ে পর্যটকদের যেতে হলে মানতে হচ্ছে বেশ কিছু কোভিডের বিধি নিষেধ।যদিও কোভিডের জন্য দার্জিলিং এর সমস্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে তা সত্বেও পর্যটকরা বারবার ছুটে আসে দার্জিলিং এ।
রেল দপ্তর প্রত্যেক যাত্রিদের হাত স্যানেটাইজ করে, পাহাড়ের রীতি অনুয়ায়ী প্রত্যেককে খাদা পড়িয়ে স্বাগত জানায়। আজ থেকে আবার দৌড় শুরু,টয় ট্রেনের।
আপাতত রোজ ছয়টি ট্রেন দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার দার্জিলিং ফিরে আসবে। তিনটি স্টিম ইঞ্জিনে ও তিনটি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে ট্রেন গুলি চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =