পুরনো ছন্দে ফিরছে বিশ্বভারতী।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। সেই মতই পুরনো ছন্দে ফিরছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।পুরনো ছন্দে ফিরছে
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গত দু’বছর করোনার উদ্বেগজনক পরিস্থিতি কারণে বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটা ভালো থাকায় পুনরায় আবার পঠন-পাঠন শুরু হতে চলেছে। তাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি বিজ্ঞপ্তি জারি করেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন শুরু করা হবে। এই নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =